প্রযুক্তি বাংলাদেশ ২.০ আন্দোলনে তোমার আগ্রহ আমাদের অনুপ্রাণিত করে—এ জন্য তোমাকে আন্তরিক ধন্যবাদ। আন্দোলনে যুক্ত হওয়ার আগে অনুগ্রহ করে নিচের নিয়ম ও শর্তাবলী মনোযোগ দিয়ে পড়ো। সব কিছুর সঙ্গে একমত হলে তুমি আবেদন করতে পারো।
১ আবেদন প্রক্রিয়া শুরু করতে, তোমাকে **৳1** (অফেরতযোগ্য) আবেদন ফি প্রদান করতে হবে। ফি প্রদানের পরেই তুমি আবেদন ফর্মে প্রবেশ করতে পারবে।
২ আবেদন ফর্মটি যতবার খুশি খসড়া হিসেবে সংরক্ষণ করে তথ্য আপডেট বা পরিবর্তন করা যাবে। তবে একবার জমা দেয়ার পর আর কোনো তথ্য সম্পাদনা করা যাবে না। তাই নিশ্চিত হয়ে জমা দিবে।
৩ তোমার দেওয়া সকল তথ্য অবশ্যই জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন সনদ অথবা অন্য কোনো সরকারি অনুমোদিত নথি অনুযায়ী হতে হবে। অন্যথায় তোমার আবেদন বাতিল বলে গণ্য হবে।
৪ আবেদন পর্যালোচনার সময় আমরা প্রয়োজন অনুযায়ী তোমার কাছে অতিরিক্ত তথ্য চাইতে পারি এবং সে ক্ষেত্রে তোমাকে তা অবশ্যই প্রদান করতে হবে।
৫ তোমার প্রদানকৃত সকল তথ্য আমাদের নিরাপদ ডাটাবেসে সংরক্ষণ করা হবে, এবং তা শুধুমাত্র যাচাই ও প্রাসঙ্গিক কার্যক্রমের জন্য ব্যবহৃত হবে। আমরা তোমার গোপনীয়তা ও তথ্য সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকি।
৬ আবেদনের সময় মিথ্যা তথ্য প্রদান করলে এবং পর্যালোচনার সময় তা প্রমাণিত হলে, আবেদন বাতিলসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
৭ শিক্ষার সকল শর্তাবলী এবং গোপনীয়তা নীতিমালা মেনে চলতে হবে।
প্রয়োজনীয় পদক্ষেপ
আবেদন ফি প্রদান করতে বা আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে অনুগ্রহ করে প্রথমে আপনার অ্যাকাউন্টে লগইন করুন অথবা একটি নতুন অ্যাকাউন্ট তৈরি করুন।